গত ৪বছর ধরে প্রেম করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জিয়াউল রোশান। সাধারণত বিনোদন তারকারা তাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। কেউ আবার ব্যতিক্রম। ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ভক্ত-অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেন। তাদেরই একজন রোশান।
শনিবার (২৬ নভেম্বর) রোশান তার ফেসবুক ওয়ালে প্রেমিকার সঙ্গে ছবি প্রকাশ করে লিখেছেন, ‘যখন থেকে মানুষটি আমার পাশে, জীবনের গতিপথ অনেকটাই পরিবর্তন হয়ে যায় আমার। কাটাচ্ছি। কাটিয়ে দিতে চাই এভাবেই। ইনশা আল্লাহ।’
রোশান জানান, ছবিগুলো ৮ নভেম্বর তার বাসায় তোলা। সেদিন ছিল তার জন্মদিন। রোশান বলেন, ‘আমার জন্মদিনে এশা কেক নিয়ে এসেছিল। এগুলো আমার আর এশার আনন্দঘন মুহূর্তের ছবি। ছবিগুলো প্রকাশ করে এশার প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা, বিশ্বাস, আস্থার বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করেছি।’
রোশান জানান, ‘তাদের প্রেমের সম্পর্ক চার বছরের। প্রেমের বিষয় কখনোই লুকিয়ে রাখতে চাননি তিনি। তার ভক্ত-অনুসারী কমে যাবে, এটি নিয়ে মোটেই তিনি ভাবেন না।’
তিনি আরও বলেন, ‘আমার প্রেম, বিয়ে একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর সিনেমা পেশা। দর্শকেরা আমাকে সিনেমায় দেখে ভালোবাসা দিয়েছেন, দিচ্ছেন। তাদেরও আমি ভালোবাসি। আমি মনে করি না, আমার প্রেমের খবরে আমার ভক্ত-অনুসারী কমে গেছে।’
এ প্রসঙ্গে রোশান আরও বলেন, ‘গোপন রাখা মানে ভালোবাসার প্রতি অসম্মান করা। যখন একটি মেয়েকে ভালোবাসব, তাকে লুকিয়ে রাখব কেন? অনেকের বেলায় তো দেখেছি, গোপন রাখার কারণে পরবর্তী সময় তাদের সম্পর্কের মধ্যে জটিলতা বেড়েছে। দুনিয়ার যেখানেই যাব, সেখানে বসেই বলতে চাই, শি ইজ মাই, শি ইজ মাই লাইফ পার্টনার। এশাকে বিয়ে করে সারা জীবন একসঙ্গে কাটাব।’
Array