- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি/
নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিলে ককটেল হামলার অভিযোগে বিএনপির ৪৫জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাতে আত্রাই উপজেলা শ্রমীক লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস ছালাম বাদী হয়ে ১০জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার বাদী আব্দুস ছালাম বলেন, ‘শনিবার সকালে আত্রাই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় অফিস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করি। এরপর মিছিল আত্রাই সেতুর নিকট পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা মিছিল লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে চারজন নেতা-কর্মী আহতের দাবি করেন তিনি।’
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ দু’টি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করে শনিবার রাতে ১০জনকে এজাহারনামীয় ও আরো ৩০/৩৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করি।’
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘ককটেল নিক্ষেপের ঘটনায় আব্দুস ছালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার নেই বলে জানান তিনি।’
Array