বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ শনিবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সোস্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ও মো. জামাল হোসেন, তেজগাঁও রাজস্ব সার্কেল, ঢাকার সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এস এম জাহিদুল ইসলাম, আহবায়ক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি ও প্রশাসনিক কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা।
সভায় বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির আগামী ২০২৩-২০২৫ মেয়াদে তিন বৎসরের জন্য ঢাকার প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহিদুল ইসলামকে সভাপতি এবং চট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছকে মহাসচিব করে ৬১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
Array