কুমিল্লায় বিএনপির সমাবেশের আগের দিনই নগরীর টাউন হল মাঠ নেতা-কর্মীতে পূর্ণ হয়ে গেছে। মুহুর্মুহু শ্লোগানে মুখর করে রেখেছেন নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ। শনিবার (২৬ নভেম্বর) এই মাঠে আয়োজন করা হচ্ছে বিএনপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশ।
এতে অংশ নেবেন কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা মহানগর এবং চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার (২৫ নভেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আসা নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্লোগান দিতে দিতে টাউন হল মাঠে প্রবেশ করেন। বিকাল ৪টার পর পুরো সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
কুমিল্লায় হচ্ছে বিএনপির সাংগঠনিক বিভাগীয় অষ্টম সমাবেশ। এর আগে হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর [সাংগঠনিক বিভাগ] ও সিলেটে।
ময়মনসিংহ ছাড়া প্রতিটি সমাবেশ ঘিরেই পরিবহন ধর্মঘট হয়েছে। ময়মনসিংহে সমাবেশ না হলেও গাড়ি চলেনি। ধর্মঘটের কারণে দলটির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।
দলের নেতারা জানান, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে তাদের গণসমাবেশের সময় হঠাৎ পরিবহন ধর্মঘটের ঘটনা ঘটায় আগাম প্রস্তুতি হিসেবে দুদিন আগ থেকেই কুমিল্লা নগরীতে আসতে শুরু করেন দলের অন্য জেলার এবং দূরের নেতা-কর্মীরা। তবে শেষ পর্যন্ত পরিবহন ধর্মঘট না হওয়ায় তারা স্বস্তিতে রয়েছেন বলে জানান।
সমাবেশের একদিন আগেই কুমিল্লা নগরীতে লক্ষাধিক নেতা-কর্মী চলে এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিভাগীয় সমাবেশকে উপলক্ষ করে গোটা কুমিল্লা উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
শুক্রবার বিকালে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, নেতা-কর্মীদের উপস্থিতিতে ভরে গেছে পুরো টাউন হল মাঠ; যেন সেখানে পা ফেলার জো নেই। মাঠের পশ্চিম-উত্তর কোণে মঞ্চ তৈরির কাজও এগিয়েছে অনেকদূর। শুক্রবার রাতের মধ্যে কাজ শেষ হওয়ার প্রত্যাশা মঞ্চ তৈরিতে নিয়োজিত কর্মীদের। ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ করা হচ্ছে মাঠে।
সন্ধ্যায় নগরীতে একের পর এক মিছিল করেন নেতা-কর্মীরা। মিছিলের শ্লোগানে মুখর হয়ে ওঠে গোটা নগরী। সমাবেশস্থল এলাকা ছেড়ে গেছে দলের নেতা-কর্মীদের পোস্টার, ব্যানার আর ফেস্টুন। সমাবেশস্থল ও এর আশপাশে ব্যানার-ফেস্টুন লাগানোর জন্য কোনো জায়গা ফাঁকা দেখা যায়নি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা ঘটনায় বিএনপির চলমান সাংগঠনিক বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গণসমাবেশ।
কুমিল্লার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশীদ ইয়াছিন জানান, শনিবার সকাল ১০টার পরই সমাবেশের কার্যক্রম শুরু হবে; শেষ হবে বিকাল ৪টার মধ্যে। আগে চলে আসা নেতা-কর্মীদের থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।
Array