বার্তা কক্ষ
25th Nov 2022 2:38 am | অনলাইন সংস্করণ
প্রথমার্ধে ব্রাজিলকে গোল করতে দিল না সার্বিয়া।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জোগো বনিতো বা সুন্দর ফুটবলের পসরাই সাজিয়ে বসেছিল ব্রাজিল। তবে দারুণ সব আক্রমণ করেও গোল পাননি নেইমাররা। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় সব আক্রমণ সামলে দিয়েছে সার্বিয়ার রক্ষণ। প্রথমার্ধটা তাতে শেষ হয় গোলশূন্যভাবেই এবং ৬১ মিনিটে প্রথম গোল করে ব্রাজিল এবং ৭৩ মিনিটে দ্বিতীয় গোল হয় ব্রাজিলের।
যদিও প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগে ব্রাজিলের বলের দখল ছিল ৫৯ শতাংশ সময়ে, গোলে শট দুটো। তবে এই পরিসংখ্যান ঠিক ব্রাজিলের দাপটটা বুঝাতে পারছে না। নেইমার-রাফিনিয়ার সৃষ্টিশীলতা, ভিনিসিয়াসের গতিতে সেলেসাওরা প্রতি আক্রমণেই ত্রাস ছড়াচ্ছিল বেশ। তবে টুর্নামেন্টের ফেভারিট যারা, তাদের পারফর্ম্যান্স তো এমন হবারই কথা!
Array