দিনাজপুরের বিরল উপজেলায় একটি স্কুল ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটির পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।
শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো সাত বছর বয়সী মো. রিমন ও তিন বছর বয়সী মো. ইমরান। তাদের বাবা শরিফুল ইসলাম শংকরপুরের ঘোড়ানীর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা।
নিহত দুই শিশুর দাদী উম্মে কুলসুম বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে দুই শিশু নিখোঁজ ছিল। আমরা রাত থেকেই দুই বাচ্চাকে খোঁজাখুঁজি করি কিন্তু তাদের কোন সন্ধান পাই না। আজ সকালে নিহতদের বাবা ও আমার ছেলে শরিফুল আমাদের ফোন করে বলে স্কুলে আমার দুই নাতির লাশ পড়ে আছে পরে আমরা স্কুলে আসলে নাতির লাশ কোথাও পাই না। খোঁজাখুঁজির একপর্যায়ে একটা ভাঙ্গা রুমে আমার নাতির লাশ পাই।’
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসলাম উদ্দিন বলেন, ‘নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে। নিহতদের বাবার খোঁজ করা হচ্ছে। এছাড়া সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে। এপারে একটি মামলা করা হবে।’
Array