কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপের ম্যাচে আল জানোব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ের হাসি হেসেছে সুইসরা। ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোল ব্যবধানের জয় দেখেছে সুইজারল্যান্ড।
এই ম্যাচে দুই দলই কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করেছে। ক্যামেরুন তো আক্রমণ এবং গোলমুখে সুইজারল্যান্ডের চেয়ে বেশি শট নিয়েছে। তবে ম্যাচে একবারই বল জালে জড়াতে পেরেছে মাঠের ২২ জন ফুটবলার। ক্যামেরুনের জালে বল জড়ানোর মাধ্যমে শেষ হাসি হেসেছে সাকা-শাকিরি-ইয়ান সোমারের দল। সুইসদের পক্ষে ম্যাচের একমাত্র গোল করেছেন ব্রিল এমবোলো।
এই ম্যাচে সুইজারল্যান্ড বল দখলে মাত্র ২ শতাংশ এগিয়ে ছিল। সুইসদের ৫১ শতাংশ বল দখলের বিপরীতে ক্যামেরুনের পায়ে বল ছিল ৪৯ শতাংশ। এদিকে আক্রমণ বিবেচনায় এগিয়ে ছিল ক্যামেরুন। আফ্রিকার দেশটি ৮ বার আক্রমণ করে ৫টি গোলমুখে শট করেছে। অন্যদিকে সুইসরা ৭টি আক্রমণ করে ৩টি গোলমুখে শট করে।
Array