রাজবাড়ী প্রতিনিধি/
রাজবাড়ীর পাংশা উপজেলার ইউপি চেয়ারম্যান-সদস্য ও সচিবগণের তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথী ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পৌর মেয়র ওয়াজেদ আলী, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, মোছা. রোকেয়া বেগম প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, সংরক্ষিত আসনের নারী সদস্য ও ইউপি সচিবগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনিষ্টিটিউট (এন আই এল জি) ঢাকা।
Array