ajkalerbarta
24th Nov 2022 7:39 pm | অনলাইন সংস্করণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের অনার্স ২য় বর্ষের (নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা আগামী ২ জানুয়ারি থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় শুরু হবে এবং প্রশ্নে উল্লেখিত সময়ে শেষ হবে।
কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Array