সুযোগটা ২০১৮ বিশ্বকাপের প্রথম ম্যাচেও এসেছিল, লিওনেল মেসি সেই পেনাল্টির সুযোগটা নষ্ট করেছিলেন। তাই আজ যখন ২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পেনাল্টি পেল আর্জেন্টিনা, তখন হয়তো আলবিসেলেস্তেদের মন একটু ধুকপুকই করছিল।
তবে মেসি এবার কোনো ভুল করেননি। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে করলেন গোল। আর্জেন্টিনা পেয়ে গেল তাদের প্রথম গোল।
আইকনিক লুসাইল স্টেডিয়ামে আজ মঙ্গলবার আর্জেন্টিনা আক্রমণে উঠে গিয়েছিল শুরুর মিনিটেই। তবে বক্সের ভেতরের জটলা থেকে করা মেসির শটটা ঠেকিয়ে দিয়েছিলেন সৌদি আরব গোলরক্ষক ওয়াইস। এরপর শুরুর দশ মিনিটে আলবিসেলেস্তেরা কর্নার পেয়েছিল আরও একটা। তবে সেটা কাজে লাগাতে পারেনি দলটি।
পারল ১০ মিনিটে এসে। ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি।
পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।
এরপর সৌদি আরবের জালে আরও দুইবার বল পাঠিয়েছিল আর্জেন্টিনা। ২২ মিনিটে মেসি এরপর ২৭ মিনিটে লাওতারো মার্টিনেজ বল পাঠান সৌদির পোস্টে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় দুটি গোলই!
এক নজরে আর্জেন্টিনা একাদশ- এমি মার্টিনেজ, মলিনা, রোমেরো, অটামেন্ডি, টালিয়াফিকো, ডি পল, পারেদেস, পাপু গোমেজ, মেসি, লাওতারো, ডি মারিয়া।
Array
 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
