যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ক্লাব কিউ’র একটি সমকামীদের নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ নভেম্বর) রাতে এক বন্দুকধারী নাইটক্লাবে হামলা চালায়। সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কলোরাডোর স্প্রিংস শহরে অবস্থিত ক্লাব কিউ এক বিবৃতিতে বলেন, আমাদের সম্প্রদায়ের ওপর নির্বোধ হামলা হয়েছে। বন্দুকধারীকে আটকে ফেলা হয়েছে।
স্প্রিংস পুলিশ এসব তথ্য নিশ্চিত করে। তারা জানিয়েছে, শনিবার রাত পৌনে ১২টার দিকে তারা ঘটনাটি সম্পর্কে জানতে পারে। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ক্লাবটির ভেতর থেকে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ। এফবিআই ডেনভার জানিয়েছে, স্প্রিংসের এ ঘটনা তদন্তে তারা পুলিশকে সহায়তা করছে।
কলোরাডো স্প্রিংসের মেয়র জন সুথার্সের কার্যালয় ঘটনাটিকে ‘একটি ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছে। রোববার (২৯ নভেম্বর) এক প্রেস কনফারেন্সে পুলিশের সঙ্গে জন সুথার্স কথা বলবেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ফ্লোরিডার অরল্যান্ডোতে পালস গে ক্লাবে বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিলেন। আহত হন ৫০ জনেরও বেশি। তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘটনাটিকে ‘সন্ত্রাস ও ঘৃণার কাজ’ বলে মন্তব্য করেছিলেন। সূত্র: বিবিসি
Array