ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে (জঙ্গি) ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার দায়ে তাদের বরখাস্ত করা হয়।
আজ সোমবার (২১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুন অর রশিদ।
তিনি বলেন, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের আমরা নজরদারিতে রেখেছি। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ (এসআই) নাহিদুর রহমান ভূঁইয়া, আসামিদের আদালতে নেয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান ও আবদুস সাত্তার।
২০১৫ সালের জাগৃতি পাবলিকেশনসের প্রকাশককে হত্যার দায়ে গত বছরের ফেব্রুয়ারিতে ৮ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ২ আসামি- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে সিফাত ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব রবিবার দুপুর ১২টার দিকে পুলিশের চোখ-মুখে গ্যাস স্প্রে করে পালিয়ে যান। দুজনই আনসার আল ইসলামের সদস্য।
এ ঘটনায় হওয়া মামলার তদন্তভার কোতোয়ালি থানা থেকে সিটিটিসিতে হস্তান্তর করা হয়েছে।
Array