বার্তা কক্ষ
20th Nov 2022 10:23 pm | অনলাইন সংস্করণ
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুতেই কাতারের জালে গোল দিয়েছিল ইকুয়েডর। ম্যাচের ৩ মিনিটে ইনার ভ্যালেন্সিয়ার দেওয়া গোল ভিএআর চেক করে বাতিল করেছেন রেফারি। এর কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে ইকুয়েডর এর প্রথম গোল করেন ইনার ভ্যালেন্সিয়ার।
বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে স্বাগতিক দেশ মাত্র একবার গ্রুপ পর্বে বিদায় নিয়েছে। কাতারের ওই লজ্জা থেকে বাঁচার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে।
কাতারের স্প্যানিশ কোচ সানচেজ বাস এই ম্যাচের জন্য ৩-৪-৩ ফরমেশনে সাজিয়েছেন। চার মিডফিল্ডার নিয়ে পজিশং প্লেয়িং খেলার চেষ্টা করবে তার দল। ইকুয়েডর দল সাজিয়েছে ৪-৪-২ ফরমেশনে। অর্থাৎ রক্ষণই তাদের শেষ কথা।
কাতারের একাদশ: শাদ আল সাঈব, আব্দেলকরিম হাসান, বৌলেম খৌকি, আল রাওই, হোম্যান আহমেদ, আব্দুলআজিজ হাতেম, করিম বৌদিয়াফ, আকরাম আফিফ, আলমঈজ আলী, হাসান আল হেইদৌস।
Array