আদালত চত্বর থেকে জেএমবির সদস্য মঈনুল ও আবু সিদ্দিক পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিএমপি কমিশনারের নির্দেশে গঠন করা এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তারকে কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার (সিটিটিসি) ড. এ এইচ এম কামরুজ্জামান, গোয়েন্দা উপকমিশনার (লালবাগ) মশিউর রহমান, অতিরিক্ত উপকমিশনার (সিআরও) মো. মুনতাসের রহমান।
জাগৃতী প্রকাশনার স্বত্বাধিকারী দীপন হত্যা মামলার ওই দুই আসামি রবিবার দুপুরে ঢাকার আদালতের সামনে থেকে পালিয়ে যান। পুলিশের চোখে স্প্রে মেরে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যান তাদের সহযোগীরা। দুই পলাতককে ধরতে ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আজ তাদের বিচার শুরুর কথা ছিল।
এ ঘটনায় আহত কনস্টেবল নুরে আজাদকে চিকিৎসার জন্য জাতীয় চক্ষু হাসপাতাল আগারগাঁও পাঠানো হয়েছে।
এর আগে তাকে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ভর্তি করা হয়।
Array