ajkalerbarta 
                            
                    
                                20th Nov 2022 9:40 pm  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        কাতারের বুকে প্রথমবারের মতো হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। কেবল কাতার নয় মধ্যপ্রাচ্যের বুকে প্রথমবারের মতো হচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। আর সেই আয়োজনকে সফল করতে চেষ্টার কোনো কমতি রাখেনি আয়োজক কমিটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আল বায়াত স্টেডিয়ামে আলোর খেলা চালিয়েছে আয়োজক কমিটি। কেবল আলোর খেলা নয় জমকালো গ্রাফিক্সের কাজ দিয়ে মুগ্ধ করে রেখেছে উপস্থিত দর্শকদের।
এই সময় ৬০ হাজার দর্শকের সামনে উন্মোচন করা হয় এবারের বিশ্বকাপের মাসকট লা’ইবকে।
Array
 
  
  
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
