মরুর দেশ কাতারে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। পরম আরাধ্য সোনালী রঙের শিরোপা জয়ের লড়াই শুরু হতে বাকি আর মাত্র একদিন। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো চূড়ান্ত করে ফেলেছে তাদের স্কোয়াড। সেখানে দেখা যাচ্ছে, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে সর্বোচ্চ সংখ্যক ফুটবলার সুযোগ পেয়েছেন।
রোববার (২০ নভেম্বর) পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞের। বাংলাদেশ সময় রাত ১০টায় আল বাইত স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। প্রায় এক মাসব্যাপী আসরের ফাইনাল মাঠে গড়াবে আগামী ১৮ ডিসেম্বর। ৩২ দেশের ৮৩২ জন ফুটবলার নিজেদের সেরাটা নিংড়ে দেবেন শিরোপা ছুঁয়ে দেখার অনবদ্য অভিজ্ঞতা লাভের জন্য।
এবারের বিশ্বকাপে বার্সেলোনার ১৭ জন ফুটবলার খেলবেন আটটি দেশের হয়ে। ক্লাব থেকে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার তালিকায় তারাই অবস্থান করছে শীর্ষে। যৌথভাবে দুইয়ে অবস্থান করছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটি ও জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তাদের ১৬ জন করে খেলোয়াড়কে দেখা যাবে কাতারে।
তালিকায় অবশ্য এক নম্বরে থাকতে পারত বায়ার্ন। সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যাওয়ায় ১৭ থেকে কমে আসে তাদের ফুটবলারের সংখ্যা। অন্যদিকে, বার্সা শীর্ষে উঠে যায় ডিফেন্ডার আলেক্স বালদে স্পেনের স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ায়। চোট পেয়ে দুর্ভাগ্যজনকভাবে হোসে গায়ার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় কপাল খুলেছে তার।
তিন নম্বরে রয়েছে আয়োজক দেশের ক্লাব আল-সাদ। তাদের ডাক পাওয়া ১৫ ফুটবলারের ১৩ জনই কাতারের। ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪ খেলোয়াড়ের সুযোগ মিলেছে বিশ্বকাপে। তাদের অবস্থান চারে। রেড ডেভিলদের ঠিক পেছনেই রয়েছে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের ১৩ জন ফুটবলার এবারের আসর মাতানোর অপেক্ষায় আছেন।
ষষ্ঠ স্থানে আছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল। মজার ব্যাপার হলো, তাদের ১২ খেলোয়াড়ের প্রত্যেকে একই দেশের। সবাই প্রতিনিধিত্ব করবেন কাতারের প্রতিবেশী রাষ্ট্র সৌদি আরবের।
কাতার বিশ্বকাপে বার্সেলোনার ১৭ খেলোয়াড় :
স্পেন : জর্দি আলবা, আলেক্স বালদে, এরিক গার্সিয়া, সার্জিও বুসকেতস, গাভি, পেদ্রি, ফেরান তোরেস, আনসু ফাতি
ফ্রান্স : জুলস কুন্দে, উসমান দেম্বেলে
নেদারল্যান্ডস : ফ্রেঙ্কি ডি ইয়ং, মেম্ফিস ডিপাই
পোল্যান্ড : রবার্ত লেভানদোভস্কি
জার্মানি : মার্ক-আন্দ্রে টের স্টেগেন
ব্রাজিল : রাফিনহা
ডেনমার্ক : আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন
উরুগুয়ে : রোনালদ আরাউহো।
Array