প্রশাসনের হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট অঞ্চলের বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আজ শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয়েছে এ ধর্মঘট। ৩৬ ঘন্টার এ ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ধর্মঘটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বাসস্ট্যান্ডে গিয়ে গাড়ি না পেয়ে অনেকেই বিকল্প উপায়ে গন্তব্য পৌঁছাচ্ছেন। এতে একদিকে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি খরচও। পরিবহন বন্ধ রাখায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
এদিকে বিএনপির অভিযোগ, আগামীকাল বিভাগীয় গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এমন সিদ্ধান্ত। পুরো বিভাগে ধর্মঘট বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটা বোঝার বাকি নেই, কারা কী জন্য ধর্মঘট আহ্বান করেছে। কিন্তু তারা জানে না কায়দা করে ধর্মঘট করে জনরোষ আটকানো যাবে না।
যদিও বাস মালিক সমিতির দাবি, মহাসড়কে অবৈধ যান বন্ধসহ কয়েকটি দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
জেলা শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া জানান, সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশন বন্ধসহ চার দফা দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। এটা ধারাবাহিক আন্দোলনের অংশ।
এদিকে, মহাসড়কে থ্রি হুইলার চলাচল ও পুলিশের হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে সিলেট জেলায় আগামীকাল পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিক সমিতি।
Array