ইউরোপের দেশ পর্তুগালের দূতাবাস নেই বাংলাদেশে। ভিসা প্রক্রিয়ার জন্য যেতে হয় প্রতিবেশী দেশ ভারতে। তবে এবার পর্তুগালের দূতাবাস খোলা নিয়ে সুসংবাদ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে ভিসার জন্য দিল্লিতে যেতে হই, সেই কষ্ট লাঘবে বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়ে আলোচনা হয়েছে। অচিরেই সুসংবাদ পাওয়া যাবে। ’
শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর ইস্কাটনে পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফ্রান্সিসকো অ্যান্ড্রোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পর্তুগালের শ্রম বাজার সারাবিশ্বের জন্য উন্মুক্ত। বাংলাদেশি শ্রমিকরা যাতে সেই বাজারে সহজে প্রবেশ করতে পারে সেজন্য সব ধরণের উদ্যোগ নেবে লিসবন। ভিসা প্রক্রিয়া সহজের বিষয়ে আলোচনা হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে তারা আমাদের সঙ্গে একমত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে পর্তুগালও এ সংকটের সমাধান চায় বলে তারা জানিয়েছে।
Array