- মোঃ আতাউর রহমান (আলিফ), নাটোর প্রতিনিধি/
নাটোর জেলায় গোপালপুর পৌরসভা, জন্মনিবন্ধন কার্যক্রমে সারাদেশের মধ্যে ৪র্থ স্থান ও নাটোর জেলার ৮টি পৌরসভার মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব পৌরসভার মেয়র মোর্ত্তজা লিলির।
উল্লেখ্য গোপালপুর পৌরসভার মধ্যে শূন্য থেকে পয়ঁতাল্লিশ দিনের শিশুদের জন্মনিবন্ধন করে থাকে এবং জন্মনিবন্ধনকারী শিশুদের মায়ের হাতে শিশুসেট ও একটি করে গাছ উপহার দিয়েছেন।
এ বিষয়ে পৌরসভার মেয়র মোর্ত্তজা লিলি বলেন, সরকার প্রতিটি শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রমের উপর জোর দিয়েছে, সেই লক্ষ্যে গোপালপুর পৌর বাসিন্দারদের মধ্যে যে সব শিশুর জন্ম হয়, তখন সঙ্গে সঙ্গে ওয়ার্ডের কমিশনারের মাধ্যমে খবর দিয়ে জন্মনিবন্ধন করে থাকি।
তিনি আরো বলেন, গোপালপুর পৌরসভার সকল ওয়ার্ড কমিশনার, কর্মকর্তা কর্মচারীদের যৌথ প্রচেষ্টায় জন্মনিবন্ধন কার্যক্রম সঠিক ভাবে করার ফলে আমরা এই পুরস্কার পেয়েছি।
এ সময় গোপালপুর পৌরসভার প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন,পৌরসভার মধ্যে শিশু জন্ম হওয়ার সংগে সংগে জন্মনিবন্ধন কাজ করে দেওয়া হয়ে থাকে। পৌরসভায় জন্মনিবন্ধন যেন শতভাগ হয়ে সে লক্ষেও এগিয়ে যাচ্ছি।
পরিশেষে আমরা চেষ্টা করছি গোপালপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলতে,সেই হিসাবে যথাসাধ্য কাজ করে যাচ্ছি।
Array