মোঃ আতাউর রহমান ( আলিফ), নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার পশু হাসপাতালের সামনে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত। গোপালপুর পৌর এলাকার বিরোপাড়ার মহল্লার মোঃ শহিদুল ইসলাম( ৬০) তার ছেলে সোহাগ (৩৫) ও নাতি ইভান(৫)।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩ টা ৫ মিনিটের সময় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে লালপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, জিএম পরিবহনের বাসটি লালপুর অভিমুখে যাওয়ার সময় একটি ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত মুখ থেকে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে বাসটিকে আটক করে। ড্রাইভার ও হেলপার বাস রেখে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ সাব্বির রহমানের নেতৃত্ব উদ্ধার কাজ করেন। তারা ঘটনাস্হলে দুইজনের লাশ উদ্ধার করে এবং একজনকে উদ্ধার করে লালপুর হাসপাতালে প্রেরন করে। হাসপাতালে নেওয়ার পরে একজন মৃত্যুবরণ করেন।
Array