- এফ.জে ওমর, শরীয়তপুর থেকে/
শরীয়তপুরের নড়িয়ায় ঢাকা-শরীয়তপুর সরু মহাসড়কে খাদে পড়ে গেছে একটি বিআরটিসি বাস। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছে। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ডামুড্যা থেকে ঢাকাগামী একটি বাস জাজিরার কাছাকাছি নড়িয়া উপজেলার জামতলা ও বেইলি ব্রিজের মধ্যবর্তী এলাকায় রাস্তার কিনারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন এসে বাস থেকে আহতদের অন্তত ২০-২৫ জনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় জয়নাল আবেদীন বলেন, ‘আমি মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি বিআরটিসির বাসটি উল্টে পড়ে গেছে। আমরা তাৎক্ষণিক অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে কেউ মারা যায়নি।’
এদিকে ঘটনার ঘণ্টাখানেক পরে ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তাদের আসার আগেই বাসের যাত্রীদের সরিয়ে নেয় স্থানীয়রা।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন বলেন, ‘আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ফেলে। বাসের নিচে কেউ রয়েছেন কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’
Array