রোববার রাতে পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসিরা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা সংযুক্ত আরব আমিরাতের জালে ৫ গোল দিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ৩৬ ম্যাচ অজেয় থাকল ল্যাটিন আমেরিকান জায়ান্টরা।
জোড়া গোল করেছেন ডি মারিয়া। সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। এছাড়া একটি করে গোল করেছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, জোয়াকুইন কোরেয়া।
আবুধাবির মোহাম্মেদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক আমিরাতকে চেপে ধরে আর্জেন্টিনা। ১৬ মিনিটে ডি মারিয়া থেকে বল পেয়ে হুলিয়ান আলভারেজকে বক্সে বল বাড়ান মেসি। নিখুঁত শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ম্যানচেস্টার সিটির এই তরুণ ফরোয়ার্ড। ২৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান ডি মারিয়া। মার্কোস আকুনার পাস ধরে বক্স থেকে দারুণ এক ভলিতে বল জালে পাঠান জুভেন্টাসের এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৬ মিনিটে আর্জেন্টিনাকে ৩-০ গোলে এগিয়ে নেন ডি মারিয়া।
বিরতিতে যাওয়ার আগে ম্যাচে গোলের দেখা পান লিওনেল মেসি। ডি বক্সের সামনে ডি মারিয়ার সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের মধ্যে ঢুকে ডান পায়ে দূরের পোস্টে শট নেন। ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর্জেন্টিনার আগ্রাসন অনেকটাই কমে যায়। ডি মারিয়া, আলভারেজসহ শুরুর একাদশ থেকে ছয়টি পরিবর্তন আনেন দলটির প্রধান কোচ স্কালোনি।
৬০ মিনিটে সেই সফলতা পায় দলটি। রদ্রিগো দে পল থেকে পাওয়া বল জালে পাঠান জোয়াকেন কোরেয়া। শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবেসিলেস্তারা।
Array