বার্তা কক্ষ
16th Nov 2022 5:51 pm | অনলাইন সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ আবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল হোসেন রমজাননগর ইউনিয়নের ভেট খালী গ্রামের কেরামত গাজীর ছেলে।
সুন্দরবন পশ্চিম রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী আজকালের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল হোসেন একজন মোটরসাইকেলচালক। সে সুন্দরবনের চোরাশিকারীদের কাছ থেকে একটি জবাই করা হরিণ কিনে নিয়ে আসছিল। এ সময় সন্দেহবশত স্থানীয়রা তাকে আটক করে। পরে বস্তা ভরা হরিণের মাংস দেখে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে হরিণের মাংস ও মোটরসাইকেলসহ আবুল হোসেনকে গ্রেপ্তার করে।