- মদন (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে ঐতিহ্যবাহী জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এস এস সি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন মদনে টি-০৫ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৮টায় নতুন বাজারের নিজ কার্যালয়ে কেক কেটে সংগঠনের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় টি-০৫ ব্যাচের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শিব্বির, কোষাধ্যক্ষ আলী নূর, ব্যাচের সদস্য ওয়ারেছ, আল আমিন, নাহিদ, মিঠুন, মান্না, কামরুল, হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিল।
পরে আগামী কর্মদিবসের জন্য সোহেলকে সভাপতি, তাপসকে সাধারণ সম্পাদক ও ইসলামকে কোষাধ্যক্ষ করে নতুন কমিঠি গঠন করা হয়।
পরে ব্যাচের শিক্ষার্থী প্রয়াত পুলিশ কর্মকর্তা জিন্নাতুর রায়হানের আত্মার মাগফেরাতে কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের এই দিনে মদনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এস এস সি-০৫ ব্যাচের শিক্ষার্থীরা মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করে।
Array