বার্তা কক্ষ
16th Nov 2022 10:42 am | অনলাইন সংস্করণ
রুশ বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় দোনেৎস্কে ৬০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। সোমবার থেকে মঙ্গলবার এই হামলা চালানো হয়।
মঙ্গলবার ডিপিআর পিপলস মিলিশিয়ার প্রেস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স, সিএনএনের।
বিবৃতিতে বলা হয়েছে, ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক এবং রুশ সেনাদের যৌথ অভিযানের ফলে শত্রুর নিম্নলিখিত অস্ত্র এবং সামরিক সরঞ্জামগুলে ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে রয়েছে- দুটি স্ব-চালিত আর্টিলারি সিস্টেম, ১২টি ট্যাংক, ২০টি সাঁজোয়া যান এবং মোটরসাইকেল।
প্রেস অফিস টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, ‘শত্রুর চারটি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করা হয়েছে। শত্রুর বাহিনীর ৬০ সেনা নিহত হয়েছেন।
Array