- মোঃ আতাউর রহমান, নাটোর প্রতিনিধি/
গোপালপুর ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করলেন মোঃ বাবুল আকতার। তার যোগদান উপলক্ষে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (১৬ই নভেম্বর) কলেজের মরহুম অধ্যক্ষ আকরাম হোসেন মিলনায়তনে নবনিযুক্ত অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি লালপুর উপজেলার নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মোঃ- শহিদুল ইসলাম বকুল এম পি নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া)।
আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহামুদুল হক মুকুল, মোঃ বদিউর রহমান বদর, মোঃ ইলিয়াস আলী, এসএম আনিসুজ্জামান বাবু, এসকেন্দার মির্জা,উপধাক্ষ্য নুর-নবী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ শিক্ষকমন্ডলীগণ।
প্রধান অতিথি তার বক্তৃতায় মরহুম অধ্যক্ষ আকরাম হোসেনের কথা স্মরণ করে কলেজে শিক্ষার উন্নয়নে তার ভুমিকা তুলে ধরেন। নতুন অধ্যক্ষ মোঃ বাবুল আকতার যেন সাবেক অধ্যক্ষ আকরাম হোসেনের পথ অনুসরণ করে লালপুর উপজেলার প্রাণকেন্দ্র গোপালপুর ডিগ্রি কলেজ নাটোর জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান যেন হয় সেদিকে নজর দিতে হব।
পরিশেষে নবনিযুক্ত অধ্যক্ষ মোঃ বাবুল আকতারকে তার অফিস রুমে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
Array