ajkalerbarta
16th Nov 2022 10:11 pm | অনলাইন সংস্করণ
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মোছা. ডরথী রহমান। বুধবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।
শপথ গ্রহণ শেষে ডরথী রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।
এর আগে গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যানী রহমান। তিনি সংরক্ষিত-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন।
এরপর তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডরথী রহমান।
Array