বিশ্বকাপ শুরু হবে আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। লিওনেল মেসির আর্জেন্টিনা প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
বিশ্বকাপের আর কয়েক দিন বাকি থাকলেও প্রিমিয়ার লিগে খেলা তিনজন যোগ দিয়েছেন সবার শেষে। তাতে পূর্ণ হয়েছে ২৬ সদস্যের দল। সবাই আসার পরই গতকাল ২৬ সদস্যের দলের জার্সি নম্বর বণ্টন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
যথারীতি ১০ নম্বর পেয়েছেন মেসি, পাউলোর দিবালার জার্সি নম্বর ২১, আনহেল দি মারিয়ার ১১। একটা সময় ৯ নম্বর জার্সি পরে খেলা লাউতারো মার্তিনেস এখন খেলেন ২২ নম্বর পরে। তাঁকে ২২ নম্বর দিয়ে তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দেওয়া হয়েছে ৯ নম্বরটা।
জার্সি নম্বরসহ স্কোয়াড
গোলরক্ষক :
২৩. এমিলিয়ানো মার্তিনেস
১. ফ্রাংকো আরমানি
১২. জেরোনিমো রুলি
রক্ষণভাগ :
২৬. নাহুয়েল মলিনা
৪. গনসালো মনতিয়েল
১৩. ক্রিস্তিয়ান রোমেরো
৬. জেরমান পেজ্জেলা
১৯. নিকোলাস ওতামেন্দি
২৫. লিসান্দ্রো মার্তিনেস
৮. মার্কোস অ্যাকুনিয়া
৩. নিকোলাস তাগলিয়াফিকো
২. হুয়ান ফয়িথ
Array