- মোঃ আতাউর রহমান, নাটোর প্রতিনিধি/
নাটোরের লালপুর উপজেলায় শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপি নাটোর-৪ ( গুরুদাসপুর-বড়াইগ্রাম) ও সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ।
রবিবার ( ১৩ই নভেম্বর) উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দী করেন লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম পিজিসিবি ঈশ্বরদী ফুটবল একাদশ। নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলায় লালপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ১-০ গোলে পিজিসিবি ঈশ্বরদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শহীদ মমতাজ উদ্দিন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ও এম বাজার গোপালপুর।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মোঃ শরিফুল ইসলাম রমজান উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ, মোঃ শহীদুল ইসলাম বকুল সংসদ সদস্য নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) সাবেক সাংগঠনিক সম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ, মোঃ গোলাম মর্তুজা বাবলু সাবেক যুগ্মসম্পাদক নাটোর জেলা আওয়ামী লীগ মোঃ ইসাহাক আলী উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারন সম্পাদক লালপুর উপজেলা আওয়ামী লীগ, রোকসানা মর্তুজা লিলি মেয়র গোপালপুর পৌরসভা, মোঃ আফতাব হোসেন ঝুলফু সভাপতি লালপুর উপজেলা আওয়ামী লীগ, শহীদ মমতাজ উদ্দিনের সন্তান মোঃ শামীম আহম্মেদ সাগর সাধারণ সম্পাদক লালপুর উপজেলা আওয়ামী লীগ, মোঃ সাইফুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক লালপুর উপজেলা আওয়ামী লীগ, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মনোয়ারুজ্জামানসহ আরো অনেকে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী লালপুর খেলোয়াড় কল্যান সমিতি দলকে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Array