-
নাটোর প্রতিনিধি/
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াদিয়াড় ইউনিয়নে বি এন পি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কর্মী সমাবেশে অনুষ্ঠিত। শনিবার (১১ নভেম্বর) বিকালে ফাগুয়াদিয়াড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়ার সাবেক রাকসুর এজি এস, নাটোর-১ আসনের সাবেক সফল সাংসদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আবুল কালাম আজাদ। কর্মী সমাবেশ আয়োজন করেন মোঃ আনোয়ার হোসেন (ফজলু) সভাপতি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাগাতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক বাবু তিনকড়ি ঠাকুর, জামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস, পাঁকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আকরাম হোসন দয়ারামপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি মোঃ আব্দুল খালেকসহ আরো অনেক।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, বিএনপি এখন ক্ষমতায় আসার জন্য দেশবিরোধী নৈরাজ্য সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল,পায়রাবন্দর সহ মেঘাপ্রকল্প করছে ফলে জনগণ এ সরকারের প্রতি আস্হা রেখেছে। তাই বিএনপি যতই ষড়যন্ত্র করুক জনগণ তাদের আগুনসন্রাসের পক্ষে থাকবে না।
Array