শেষ বিশ্বকাপ কাভানিরও। ফ্রি কিক নিতে গিয়ে তিনি না এবারও মাঠেই দ্বন্দ্ব বাঁধিয়ে বসেন কোনো সতীর্থের সঙ্গে।
কাতার বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৮ দিন বাকি। একে একে সব দলই বিশ্বকাপের জন্য নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবলের প্রথম আসরের চ্যাম্পিয়ন উরুগুয়েও কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
আসন্ন বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ও পরীক্ষিত তারকাদের নিয়ে শুক্রবার (১১ নভেম্বর) ঘোষিত উরুগুয়ের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই পোড় খাওয়া স্ট্রাইকার জুটি লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানি। চোট শঙ্কা থাকলেও দলে আছেন সেন্টারব্যাক রোনাল্ড আরুহো।
কাতারে পেশাদার ক্যারিয়ারের চতুর্থ এবং সর্বশেষ বিশ্বকাপ খেলবেন ৩৫ বছর বয়সী সুয়ারেজ এবং কাভানি। সুয়ারেজ কিছুটা ছন্দে থাকলেও গত মাসের শেষ দিকে পাওয়া চোটের কারণে কাভানিকে নিয়ে শঙ্কা ছিল। তবে বর্ষীয়ান স্ট্রাইকারের ওপর ভরসা রেখেছেন উরুগুয়ের কোচ ডিয়েগো আলোনসো।
ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনবার বিশ্বকাপ খেলে ৭টি গোল করেছেন লুইস সুয়ারেজ। তবে গোল করার চেয়ে বিতর্কিত ঘটনার জন্যও বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র এ স্ট্রাইকার। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ঘানার বিপক্ষে হ্যান্ডবলের কারণে লাল কার্ড দেখেছিলেন এই স্ট্রাইকার। পরের বিশ্বকাপের গ্রুপপর্বে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েলিনিকে কামড়ে দিয়ে চার মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ।
সেপ্টেম্বরের সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে ডান পায়ের উরুতে চোট পেয়েছিলেন, পরে করাতে হয়েছিল অস্ত্রোপচারও। এ কারণে কাতার বিশ্বকাপে তাকে দর্শক হয়ে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছিলো। তবে প্রত্যাশাতীত উন্নতি হওয়ায় ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়েই কাতারে যাবে উরুগুইয়ানরা।
এছাড়া, ফিফা র্যাংকিংয়ের ১৪-তে থাকা উরুগুয়ের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ফেদে ভালভার্দে, লিভারপুলের স্ট্রাইকার ডারউইন নুনেজ ও টটেনহাম মিডফিল্ডার রদ্রিগো বেনতাঙ্কুর। সেই সঙ্গে রয়েছেন ৩৬ বছর বয়সী ডিফেন্ডার ডিয়েগো গডিন এবং গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাও।
কাতার বিশ্বকাপের অন্যতম মৃত্যুকূপ খ্যাত “এইচ” গ্রুপে উরুগুয়ের সঙ্গী পর্তুগাল, দক্ষিণ কোরিয়া এবং ঘানা। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। এরপর ২৮ নভেম্বর পর্তুগাল এবং ২ ডিসেম্বর ঘানার বিরুদ্ধে মাঠে নামবে লাতিন আমেরিকান দেশটি।
কাতার বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের উরুগুয়ে দল- গোলরক্ষক: ফার্নান্দো মুসলেরা, সের্হিও রোচেট ও সেবাস্তিয়ান রোসা।
ডিফেন্ডার: ডিয়েগো গোডিন, হোসে মারিয়া হিমিনেজ, সেবাস্তিয়ান কোতেস, মার্টিন ক্যাসেরেস, রোনালদ আরাউহো, ম্যাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, গুইলার্মো ভ্যারেলা, হোসে রদ্রিগেজ।
মিডফিল্ডার: ফেদে ভালভার্দে, ম্যাথিয়াস ভেচিনো, রদ্রিগো বেনতাঙ্কুর, লুকাস তোরেইরা, ম্যানুয়েল উগার্তো, ফাকুন্দো পেলেস্ত্রি, নিকোলাস দে লা ক্রুজ, জর্জিয়ান আরাসাকেতা, অগাস্তিন ক্যানোবিও, ফাকুন্দো তোরেস।
ফরোয়ার্ড: ডারউইন নুনেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও ম্যাক্সিমিলিয়ানো গোমেজ।
Array