বার্তা কক্ষ
11th Nov 2022 6:26 am | অনলাইন সংস্করণ
মধ্যরাতে নায়ক শাকিব খানের পূবাইলের বাড়ি ‘জান্নাত’ এ হামলার ঘটনা ঘটেছে। একদল দুর্বুত্ত এমন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শাকিবের ঘনিষ্টসূত্র।
জানা গেছে, গাজীপুরের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি।
শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি জান্নাত। গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।
তবে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।
Array