- নিজস্ব প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে সশরীরে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হবে।
সরকারপ্রধান গণভবন থেকে মিরপুর রোড হয়ে ড. কুদরত এ খুদা সড়ক হয়ে উদ্যানের ভিআইপি গেট দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করার কথা রয়েছে।
সাংবিধানিক ভাবে প্রধানমন্ত্রী নিচ্ছিদ্র নিরাপত্তা পান। পাশাপাশি তার জন্য পরিষ্কার করা হচ্ছে সড়ক।
শুক্রবার সকাল ১০টা নাগাদ ড. কুদরত এ খুদা সড়কে (এলিফেন্ট রোড) পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা দেখা গেছে। তারা সড়কে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন। একই সঙ্গে সড়ক বিভাজকের ময়লা পরিষ্কারের ঘাম ঝড়াচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা।
নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ভোরে এ কর্মযজ্ঞ করে থাকেন। আর এটি তাদের রুটিন কাজ।
আজ সকাল ১০টা নাগাদ এ কাজ করার কারণ জানতে চাইলে পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ‘প্রধানমন্ত্রী আসবেন।’
Array