বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা লোকারণ্যে পরিণত হয়েছে। সমাবেশ দুপুর নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করতে শুরু করেন।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। উদ্যানের পাঁচটি গেট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে দেখা গেছে, বেলা ১১টা নাগাদ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। তাদের গায়ে দলীয় প্রধান, সংগঠনের প্রধানদের ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত টি-শার্ট। মাথা নানা রঙের ক্যাপ।
রাজধানী ছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের মুখে নানা স্লোগান।
যুব সমাবেশে আওয়ামী লীগ নেতা, যুবলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সংসদের বিরোধী দলের নেতাকর্মীদের যুব সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের সমাগম যেহেতু ব্যাপক হবে। তাই দিনটি শুক্রবার হওয়ায় সমাবেশস্থলে জুমার নামাজের আয়োজন করবে যুবলীগ।
বিকেলে সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।
Array