ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়িবহর
অ্যাম্বুলেন্সকে রাস্তা ছেড়ে দিয়ে থেমে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়িবহর। সেই ভিডিও ইতোমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এরপর নেটিজেনরা মোদির প্রশংসায় মেতে উঠেন।
হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত পর্যায়ের প্রচারে এ দিন কাংড়া সফরে গিয়েছিলেন মোদি। যে রাস্তা দিয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর যাওয়ার কথা সেখান দিয়েই একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল।
এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে, ভারতীয় প্রধানমন্ত্রীর গাড়িবহর রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পরে নিরাপত্তা কর্মীর ইশারাতে ফের এগিয়ে যায় মোদির গাড়ি। গাড়ির জানলা থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত নাড়েন ভারতীয় প্রধানমন্ত্রী। এর আগে অক্টোবর মাসে গুজরাট সফরে আহমেদাবাদ থেকে গান্ধীনগর যাওয়ার সময় অ্যাম্বুলেন্সকে যেতে দিয়ে গাড়িবহর থামিয়ে দিয়েছিলেন মোদি।
সূত্র : আজকাল
Array