নাটোর প্রতিনিধি/
নাটোরের লালপুর উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
বুধবার ( ৯ নভেম্বর) সকালে উপজেলা চত্বর মাঠে ডিজিটাল মেলার উদ্বোধন করেন লালপুর উপজেলা চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী।
লালপুর উপজেলা প্রশাসন ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন অফিস, স্কুল – কলেজ ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণ করেন।রংবেরঙের বেলুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
অন্যান্যের মধ্যে মেলা উপস্থিত ছিলেন, লালপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) দেবাশিষ বসাক,গোপালপুর পৌরমেয়র রোকসানা মর্তুজা লিলি,লালপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাবনী সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আফতাব হোসেন ঝুলফু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ সাগর। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিজিটাল উদ্ভাবনী যন্ত্রপাতি প্রদর্শন করেন।
Array