ajkalerbarta
09th Nov 2022 1:31 pm | অনলাইন সংস্করণ
ফরিদপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিস্ফোরণে মো. শাকিল (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মজনু শেখ (২৫) নামে অপর আরেক ব্যক্তি গুরুতর আহত হয়।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দিনগত গভীর রাতে ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নের ইউসুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যু হওয়া শাকিল ইউসুবপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে বলে জানা যায়।
বিদ্যুতের খুটি হইতে ট্রান্সফর্মার চুরি করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়ে শাকিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় আহত হয় মজনু শেখ নামের অপর ব্যক্তি। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি টিম অ্যাম্বুলেন্সযোগে আহত মজনুকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
Array
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছি।