স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারাদেশ ঘুরে একটি কথাই বুঝতে পেরেছি বাংলার জনগণের কাছে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। আজ বুধবার (৯ নভেম্বর) সকালে মাদারীপুরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের ফ্রি অপারেশন ক্যাম্পেইন উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদারীপুর আওয়ামী লীগের ঘাটি। এখানে আর কোনো বিকল্প নেই। জনগণ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। তাই তারা নৌকার মার্কায় ভোট দিয়ে উন্নত বাংলাদেশ গড়তে সাহায্য করবে এবং ভবিষ্যত প্রজন্মকেও একটি আলোকিত বাংলাদেশ উপহার দেবে।
তিনি আরও বলেন, পেশিশক্তি বা বন্দুকের নলের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। জনগনের মেন্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন। তাই জনগণ আওয়ামী লীগকে পছন্দ করে, ভালবাসে।
আছমত আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপ, টাঙ্গালই-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঠোঁট ও তালুকাটার বিশেষ সার্জন ড. মাহাবুবুর রহমান প্রমুখ।
Array