ajkalerbarta
08th Nov 2022 5:37 pm | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। এ সময় তার সঙ্গে থাকা বড় মেয়ে প্রেরণা মাথায় প্রচণ্ড আঘাত পান।
বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার (৭ নভেম্বর) ভোরের দিকে জ্যাকসন হাইটস থেকে একটি উবার নিয়ে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি জিপ গাড়িকে দ্রুতগতিতে ধাক্কা দেন। ঘটনার পর জরুরিভিত্তিতে তাদের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করে মুন্নি লিখেছেন, ‘পরম করুণাময় আল্লাহর রহমতে আমি এবং আমার বড় মেয়ে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। মেয়ের কাজ থেকে মেয়েকে নিয়ে উবারে ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা এখন পুলিশ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সবাই আমাদের দোয়ায় রাখবেন।’
দিনাত জাহান মুন্নী তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বর্তমানে নিউইর্য়কে আছেন। স্বনামধণ্য গীতিকার কবির বকুল তার স্বামী ।
Array