নাটোর জেলা প্রতিনিধি/
নাটোরের লালপুরে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসিম কুমার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত অসিম কুমার লালপুর উপজেলার ওয়ালিয়া (পালপাড়া) গ্রামের ধীরেন পালের ছেলে।
সোমবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি ওয়ালিয়ায় অতিরিক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দাম্পত্য কলহের জেরে কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার পর থেকে মানসিক দুঃচিন্তায় ভুগছিলেন তিনি।
গ্যাস ট্যাবলেট খাওয়ার পরে তার স্বজনেরা প্রথমে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে নিয়ে যায়। ধুপইল সার্জিক্যাল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে, উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কিন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথের মধ্যে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, অসীম কুমারের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।
Array