স্পোর্টস ডেস্ক: আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণার জন্য ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেধে দেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
তবে ব্রাজিলের কোচ তিতে বিশ্বকাপের দল ঘোষণায় অত দেরি করতে নারাজ। ছন্দে থাকাদের নিয়ে সোমবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ।
ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি লিভারপুপের ফরোয়ার্ড রবের্তো ফিরমিনো ও সম্প্রতি চোটে পড়া অ্যাস্টন ভিলার প্লেমেকার ফিলিপে কৌতিনিয়োর।
গত সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচের দলে ছিলেন না দানি আলভেস। তখন জায়গা হয়নি গাব্রিয়েল জেসুসেরও। বিশ্বকাপ জয়ের অভিযানে অভিজ্ঞদের ওপর ভরসা রাখলেন ব্রাজিল কোচ তিতে।
ব্রাজিল দল: আলিসন, এদেরসন, ওয়েভেরতন, দানিলো, দানি আলভেস, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেলেস, থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাও, ব্রেমের, কাসেমিরো, ফাবিনিও, ফ্রেদ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, এভারতন রিভেইরো, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, আন্তনি, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, পেদ্রো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।
Array