নাটোর প্রতিনিধি/
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত। নিহত স্বামী ও স্ত্রী উপজেলার বাগাতিপাড়া পৌরসভার নওশেরা মহল্লার বাসিন্দার মোঃ আমিরুল ইসলামের ছেলে সবুজ( ৩০) ও তার স্ত্রী পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আইয়ুব আলীর মেয়ে শোভা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ৬ই নভেম্বর ( রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটার সময় ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ী আসার সময় যমুনা সেতুর পূর্ব( টাঙ্গাইল)পাশে সড়ক দুর্ঘটনা নিহত হয়।
যমুনা সেতুর পূর্ব পাশের থানার পুলিশ তাদের নিকট আইডি কার্ডের ঠিকানা পেয়ে বাগাতিপাড়া থানা পুলিশকে খবর দেয় ।
পরে বাগাতিপাড়া থানা পুলিশ নওশেরা গ্রামে সড়ক দুর্ঘটনায় সবুজ ও শোভা নিহত হয়েছে এ মর্মে পরিবারকে খবর দেয়।
সবুজ ও শোভার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ ৭ই নভেম্বর সকাল সাড়ে ১১.৩০ টার
সময় দুর্ঘটনায় নিহত সবুজ ও শোভার লাশ গ্রামের বাড়ি নওশেরায় আসে।
সবুজ ও শোভার লাশ দেখে সকলেই কান্নায় ভেঙে পড়েন। সবুজ ও শোভা দুজনেই ঢাকায় বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করত।পরে দুপুর আড়াইটায় তাদের জানাজার নামাজ শেষে কবরস্থানে দাফন করা হয়।
Array