পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের শহর বুকোবায় অবতরণের সময় ভিক্টোরিয়া লেকে প্লেনটি আছড়ে পড়লে প্রানহানির এই ঘটনা ঘটে। প্লেনটিতে ৪৩ জন আরোহী ছিলেন। কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ২৬ জন আরোহীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুইজন পাইলট প্লেনটির ককপিট থেকে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলেন। তারা হয়তো মারা গেছেন বলে ধারনা করা হচ্ছে। অন্য যাত্রীদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্থানীয় জেলেরা।
প্লেনটি তানজানিয়ার সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মাঞ্জা এলাকা হয়ে বুকোবায় আসছিল। এ সময় ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়ে প্লেনটি। বুকোবার বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে প্লেনটি একটি লেকে আছড়ে পড়ে। । এর পর প্লেনটি লেকের পানিতে ডুবে যায়। পানির পর শুধুমাত্র সেটির বাদামী ও সবুজ রঙের লেজের পাখনা দেখা যাচ্ছিল।
এ ঘটনা নিয়ে বুকোবা বিমানবন্দরে আঞ্চলিক পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে সাংবাদিকদের জানিয়েছেন, বিমানবন্দর থেকে প্রায় ১০০ মিটার দূরে বিমানটি লেকের পানিতে বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়া বিমানটি তানজানিয়ার প্রিসিশন এয়ারের। প্রিসিশন এয়ার তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান পরিবহন সংস্থা। এতে কেনিয়া এয়ারওয়েজেরও বিনিয়োগ রয়েছে। ১৯৯৩ সাল থেকে কাজ শুরু করা প্রিসিশন এয়ার তানজানিয়ার অভ্যন্তরে ও আঞ্চলিক ফ্লাইট পরিচালনা করে।
বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু। উদ্ধার কর্মীদের তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।
Array