তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আমলে আওয়ামী লীগের সভা-সমাবেশে ২১ আগস্টের মতো গ্রেনেড হামলা, বোমা হামলা ও সশস্ত্র হামলা করে নেতাকর্মীদের হত্যা করলেও বিএনপির সমাবেশে একটা পটকাও ফুটে নাই। সরকার সহযোগিতা করছে বিধায় তারা সমাবেশ করতে পারছে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সংসদ (বাচসাস) এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘নাশকতা না করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে সরকারের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করছে।’
তিনি আরও বলেন, ‘পালানোর ইতিহাস তো বিএনপির। আওয়ামী লীগ গণমানুষের দল। গণমানুষের প্রশ্নে আওয়ামী লীগ কখনো আপস করে না, আপস জানে না।’
এ সময় দেশের সিনেমা ও হল নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের চলচ্চিত্রে অনেক সংকট ছিল, এখন তা নেই। আমরা চলচ্চিত্রের উন্নয়ন সাধনে বন্ধ হয়ে যাওয়া প্রায় ২০০ সিনেমা হল চালু করেছি। নতুন নতুন সিনেপ্লেক্স করেছি।
তিনি বলেন, জনগণের জন্য শিল্প-সংস্কৃতি নিয়ে আমাদের যে দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। বেশি বেশি সিনেপ্লেক্স হলে চলচ্চিত্রের প্রসার বাড়বে। তাই আমরা কেউ যদি সিনেপ্লেক্স করতে চায় তাদের অনুপ্রাণিত করছি। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সিনেপ্লেক্স নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দও হয়েছে।
তিনি আরও বলেন, এই ঋণ বরাদ্দ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ে নতুন সিনেমা হল নির্মাণের জন্য অনেকেই আবেদন করেছে। কেউ যদি মার্কেটে সিনেপ্লেক্স নির্মাণ করতে চায় তাহলে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। ব্যাংকগুলোকেও আমরা ঋণ দিতে উদ্বুদ্ধ করব।
Array