ajkalerbarta
05th Nov 2022 12:03 pm | অনলাইন সংস্করণ
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বরিশাল মিছিলের নগরীতে পরিণত হয়েছে। আজ শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতা-কর্মীরা।
গতকাল শুক্রবার রাত থেকে বরিশাল বিভাগীয় শহর থেকে দূরবর্তী স্থানের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জায়গা করে নেন। তারা রাত থেকে ওই মাঠেই অবস্থান করছেন। এছাড়া যারা নৌযানে অবস্থান করছিলেন তারা সকালে সমাবেশস্থলে এসে নির্ধারিত স্থানে জায়গা করে নিয়েছেন।
বরিশাল বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরীন বলেন, নগরীর কালিজিলা, দপদপিয়া, গড়িয়ার পাড় থেকে শুরু করে যতগুলো প্রবেশমুখ রয়েছে, সব স্থান থেকে বিএনপি নেতা-কর্মীরা মিছিল সহকারে মাঠে আসছেন। দুপুর ১২টার মধ্যে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে।’
Array