বিনোদন ডেস্ক/
২০১৮ সালের “ধড়ক” সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু পর আর পেছন ফিরে তাকাতে হচ্ছে না জাহ্নবী কাপুরকে। একের পর এক প্রশংসিত সিনেমা মুক্তি যুক্ত হচ্ছে তার নামে।
সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা “মিলি”। এই সিনেমাটিও ভূয়সী প্রশংসা পাচ্ছে সমালোচকদের থেকে।
এরই মধ্যে জাহ্নবী জানালেন, মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় নতুন ডুপ্লেক্স কিনেছেন তিনি। যেটার মূল্য ৬৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার বেশি।
মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এলাকাগুলোর মধ্যে বান্দ্রা একটি। বলিউডের অধিকাংশ তারকা এখানেই বসবাস করেন। সমুদ্রের কিনারে অবস্থিত এই জনপদে থাকতে হলে প্রত্যেককেই বিপুল অর্থ খরচ করতে হয়। সেই অভিজাত বাসিন্দাদের তালিকায় এখন জাহ্নবীর নামও যুক্ত হলো।
জানা গেছে, জাহ্নবীর কেনা এই অ্যাপার্টমেন্টের আয়তন ৬ হাজার ৪২১ বর্গফুট। পালি হিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় অবস্থিত।
মানি কন্ট্রোলের এক রিপোর্ট অনুসারে, গেলো অক্টোবরের ১২ তারিখ এই বাড়ির রেজিস্ট্রেশন করেছেন জাহ্নবী ও তার বাবা।
Array