ajkalerbarta 
                            
                    
                                05th Nov 2022 11:46 am  |  অনলাইন সংস্করণ
                            
                            
                        এলাকার জনগণ চাইলে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা ফজল আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এক কাবাডি টুর্নামেন্টে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এমনটা জানিয়েছেন। সেখানে তার স্বামী রাকিব সরকার এবং অভিনেতা ডি এ তায়েবও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে আমি আদর্শিত। সে বিষয়টা আমি সবাইকে জানাতে চাই। সবাই যে যার জায়গা থেকে এটা করতে পারে। আমি পলিটিক্স বুঝি না যদিও, তবুও আমি স্টার্ট করেছি। আমি মানুষের সেবা করতে চাই। পলিটিক্স বলতে আসলে আমি দেখি মানুষের সেবা করা।’
সপ্তাহখানেক আগে মাহিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
Array

 
 
                            
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            
                                                
                                            