অনলাইন ডেস্ক//
আগ্নেয়াস্ত্র নিয়ে আদালত কক্ষে ধরা পড়লেন এক আইনজীবী। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভারতের বিহার রাজ্যের মুজফ্ফরপুরের জেলা দায়রা আদালতে এই ঘটনা ঘটে।
অস্ত্র নিয়ে আদালতে যাওয়ার কারণ জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী বলেন, তার মামলায় বিচারক খারাপ রায় দিয়েছেন।
তাই তার মাথা ঠিক ছিল না। তবে একই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, তিনি চক্রান্তের শিকার।
পুলিশ জানিয়েছে, ওই আইনজীবীর সঙ্গে থাকা বন্দুকটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত। তবে তার কাছ থেকে আপাতত সেটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ওই আদালতের বিচারকের নির্দেশেই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার মুজফ্ফরপুরের অতিরিক্ত জেলা দায়রা বিচারকের এজলাসে শুনানি চলছিল। শুনানি চলাকালীনই বিচারক ওই আইনজীবীর কাছে রিভলভার দেখতে পান এবং রক্ষীদের খবর দেন।
অবিলম্বে গ্রেফতার করতে বলেন ওই আইনজীবীকে।
পুলিশ বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করে তাকে। পরে আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারকের এজলাসে অভিযুক্ত আইনজীবীকে তোলা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
অভিযুক্ত আইনজীবীর নাম পঙ্কজ কুমার দাস। যে বিচারকের এজলাসে তিনি অস্ত্র নিয়ে এসেছিলেন তার নাম ডি কে প্রধান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিচারক যখন পঙ্কজকে গ্রেফতার করার নির্দেশ দেন, তখন বেশ কয়েকজন আইনজীবী তাকে বোঝানোর চেষ্টা করেন।
এমনকি, তিনি যাতে ওই নির্দেশ না দেন, সে ব্যাপারে অনুরোধও করেন। কিন্তু বিচারক তাতে কর্ণপাত করেননি।
Array