লালপুর প্রতিনিধি ( নাটোর)
নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে ২০২২-২৩ মৌসুমে ইক্ষু রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
গত বুধবার (২রা নভেম্বর) নবেসুমি আওতায় ঈশ্বরদী সাবজোনে ইক্ষু রোপণ কাজের উদ্বোধন করেন এমডি রসায়নবিদ আনিসুল আজম।
ঈশ্বরদী সাবজোনের অধীনে মোঃ শহীদুল ইসলামের জমিতে ইক্ষু রোপণ করা হয়েছে। সিআইসি নাহিদুজ্জামান নাহিদ জানান, জমির মালিক শহীদুল ইসলামের এক একর জমিতে ইক্ষু রোপণ কাজের উদ্বোধন করেন এমডি রসায়নবিদ আনিসুল আজম স্যার।
ইক্ষু রোপণের সময় আরও উপস্থিত ছিলেন ডিজিএম মোঃ কায়সার সরকার, ঈশ্বরদী সাবজোন প্রধান ইয়াসমীন খাতুনসহ আরো অনেকে। এমডি আনিসুল আজম বলেন, নবেসুমিতে ইক্ষু চাষ বৃদ্ধি জন্য কৃষকদের প্রতিবছরের ন্যায় এবারেও বীজ সার প্রদান করা হচ্ছে। ব্যবস্হাপনা পরিচালক আরও জানান সুগার মিল এলাকায় কৃষকদের ইক্ষু আবাদ বৃদ্ধির করার লক্ষে তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। তাদের ইক্ষু আবাদের সময় জমি তৈরি কিভাবে করতে হবে তা সিআইসির মাধ্যমে জানতে পারছে ফলে সে মোতাবেক ইক্ষু আবাদ করে লাভবান হচ্ছে।
ইক্ষু জমিতে রোপণের সময় ভালো মানের বীজ সরবরাহ করা হচ্ছে। নবেসুমিতে ইক্ষু আবাদ আরও বেশি পরিমাণ করার জন্য জমির মালিকদের উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে নবেসুমিতে এবার ইক্ষু আবাদ বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন।
Array