নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার বাগাতিপাড়ার উপজেলার চাঁদপুর বিএম কলেজের সাধারণ ও বিএমটি শাখায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি অভিভাবক সমাবেশ করা হয়।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকাল ১১টার সময় কলেজের হলরুমে অধ্যক্ষ মোঃ মকবুল হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন দুলাল সহ-সভাপতি দয়ারামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী লীগ নেতা আলহাজ্জ এরশাদ আলী,মোঃ আবদুল লতিফ,আলহাজ্ব মোতালেব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলহাজ্ব নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন, প্রধানশিক্ষক মোঃ এসকেন্দার আলী, প্রধানশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি দেবাশীষ কুমার সরকার ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
আরোও ছাত্রছাত্রীর অভিভাবক গণ উপস্থিত ছিলেন। সবশেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
Array